ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

শ্রীলঙ্কান শিবিরে তাইজুলের আঘাত

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা মোটেও আশানুরূপ হয়নি বাংলাদেশের। সে হতাশা ভুলে ম্যাচে ফেরার লক্ষ্যেই আজ দ্বিতীয় দিনে মাঠে নেমেছে অধিনায়ক মুমিনুল হকের দল। দ্বিতীয় দিনেই বেশ টার্ন পাওয়া শুরু করেছেন স্পিনাররা, বিশেষ করে তাইজুল। ইনিংসের ১১২তম ওভারে এসে চতুর্থ বলটা তীক্ষ্ণ টার্ন নিয়ে বেরিয়ে গেল ধনাঞ্জয়ার ব্যাটের একটু বাইরে দিয়ে। কিন্তু পরের বলটা একটু কম টার্ন নিল, তাতেই সর্বনাশ হলো ধনাঞ্জয়ার। কোণা ছুঁয়ে বলটা গিয়ে জমা পড়ল স্লিপে থাকা শান্তর হাতে।


ওভারদুয়েক আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটের কোণা ছুঁয়ে জমা পড়েছিল লিটন দাসের হাতে। কিন্তু আপিল না করায় উইকেটটা মেলেনি। তবে তার আক্ষেপটা খুব বেশিক্ষণ থাকল না। তাসকিনের বলেই কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরলেন ম্যাথিউস।


এরআগে দ্বিতীয় দিন সকালে তাসকিনের হাত ধরেই প্রথম ব্রেকথ্রু পেলো বাংলাদেশ। তার লেগস্ট্যাম্পের বাইরে করা বলে থিরিমান্নে ক্যাচ দেন উইকেটের পেছনে। তাসকিনের ঝুলিতে জমা পড়ে প্রথম উইকেট।

ads

Our Facebook Page